
প্রকাশিত: Fri, Dec 23, 2022 4:15 PM আপডেট: Tue, Apr 29, 2025 2:44 AM
আই এম নট এ পারফেক্ট ম্যান: ওবায়দুল কাদের
খালিদ আহমেদ: দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে মূল্যায়ন করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, আই এম এ নট এ পারফেক্ট ম্যান। ভুলত্রুটি আছে, থাকবেই। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী হিসেব দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু ছিল আমার নাম্বার ওয়ান চ্যালেঞ্জ। এক সঙ্গে ১০০ ব্রিজ উদ্বোধন করা হয়েছে, কর্ণফুলী টানেল, দুই হাজার কিলোমিটার রাস্তা নির্মাণসহ বহু উন্নয়ন হয়েছে। সব কাজই করেছি। এর মধ্যে পদ্মা সেতু ছিল চ্যালেঞ্জিং।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে আওয়ামী লীগ। করোনার মধ্যেও আওয়ামী লীগ সাংগঠনিক কাজ চালিয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে একমাত্র আওয়ামী লীগই দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে।
বিএনপির গণমিছিলের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে হটানো নিয়ে বিএনপি শঙ্কিত। তাদের আন্দোলনে জনগণ নেই। আন্দোলন করতে ব্যর্থ হলে সব কিছুই ব্যর্থ হয়।
ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে থেকে যে সব নেতাকর্মী বির্তক সৃষ্টি করেছেন এবং বিদ্রোহী প্রার্থী হয়েছে এমন অভিযোগের বিষয়ে যারা ক্ষমা চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সভাপতি শেখ হাসিনা ক্ষমা করে দিয়েছেন। যারা ক্ষমা চেয়ে আবেদন করবেন তাদের বিষয়টি যাচাইবাছাই করে ক্ষমা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
